পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর আর্কটিক মহাসাগর।
প্রশান্ত মহাসাগর
পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর। আয়তনে ১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কিলোমিটার। পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেনস। এই স্থানের গভীরতা ১১০৩৩ মিটার বা ১১ কিলোমিটার বা ৩৬১৯৯ ফুট। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গেট বেরিয়ার রিপ অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে উপকূলে অবস্থিত। এর আকৃতি বৃহদাকার ত্রিভুজের মত।
আটলান্টিক মহাসাগর
আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম ও তৃতীয় গভীরতম মহাসাগর। এর গভীরতম স্থানের নাম নেয়ারস।এটি আমেরিকা এবং ইউরোপে কে পৃথক কারী মহাসাগর। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ অবস্থিত।
ভারত মহাসাগর
দ্বিতীয় গভীরতম মহাদেশ এটি। এর গভীরতম স্থানের নাম সুন্দর ট্রেনস।আটলান্টিক ও ভারত উভয় মহাসাগরের তীরবর্তী দেশ দক্ষিণ আফ্রিকা। এর আকৃতি ইংরেজি বর্ণ এস আকৃতির।
দক্ষিণ মহাসাগর
আয়তনে এটি ১ কোটি ৪৭ লক্ষ বর্গ কিলোমিটার। গভীর তম স্থানের নাম ইউরেশিয়ান বেশিন।
উত্তর আর্কটিক মহাসাগর
আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর এটি। আয়তনে ১ কোটি ৪০ লক্ষ ৫৬ হাজার বর্গ কিলোমিটার।