আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কানাডা। সংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র। আয়তন ও জনসংখ্যায় উভয় আমেরিকার ক্ষুদ্রতম দেশ সেন্ট কিটস এন্ড নেভিস। গ্রীন লাইন অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশে। উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম জলপ্রপাত হলো নায়াগ্রা। উত্তর আমেরিকার উষ্ণতম স্থান বেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র। উত্তর ও দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্নকারী খালের নাম পানামা খাল। গ্রীনল্যান্ড দ্বীপ টি অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশে। উত্তর আমেরিকার আদিম অধিবাসী রেড ইন্ডিয়ান ও এস্কিমো। ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন কলমকৃষ্ট ফার কলম্বাস। বৃহত্তম সাধু পানির রোধ সুপিরিয়র।