কম্পিউটার থেকে কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে বার্তা প্রদানের মাধ্যম কে জিমেইল বা ইমেইল বলা হয়।
ইমেইল এর অর্থ হলো ইলেকট্রনিক মেইল।এ কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে বার্তা বা মেসেজ পাঠানোর মাধ্যম কে ইমেইল বলা হয়। অর্থাৎ ইমেইল হল এমন এক ধরনের ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২ সালে তদন্তি আরফানেট সর্বপ্রথম ইলেকট্রনিক মেইল প্রেরণ করে।
হট মেইল হলো ওয়েবভিত্তিক ইমেইল সেবা। ইমেইল এর জনক হল টমলিনশন।