বড়পুকুরিয়া কয়লা খনি বাংলাদেশের বৃহৎ কয়লা খনি। এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে। এর আয়তন ৬ দশমিক ৬৮ বর্গ কিলোমিটার। এই অঞ্চলে কয়লা মজুদের পরিমাণ ৩৯০ মিলিয়ন মেট্রিক টন। এখানে বিটুমিনার কয়লা পাওয়া যায়।
এছাড়াও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে অবস্থিত প্রথম কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি ২০০৬ সালে গড়ে ওঠে। এর মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। কেন্দ্রটিতে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুইটি ইউনিট এবং ২৭৫ মেগাওয়াটের ক্ষমতার একটি ইউনিট রয়েছে। কেন্দ্রটিতে বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা ব্যবহার করা হয়।