দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতমালা আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী আমাজন। উচ্চতা অনুসারে দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাত এঞ্জেল ফলস ভেনু জুয়েলায় অবস্থিত। জনসংখ্যা ও আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। জনসংখ্যা ও আয়তনে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ সুরিনাম। চির বসন্তের দেশ বলা হয় ইকুয়েডর কে। পৃথিবীর সর্ব দক্ষিনে নগরী চিলি।