যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। হীরক উজ্জ্বল দেখায় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। হীরক এর আকার এমন ভাবে কাটা হয় যে আলো হীরকের ভিতরে প্রবেশ করার পর প্রতি সরাঙ্ক বেশি হওয়ায় কারণে হীরকের ভিতরে বরাবর আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।