সাদা বল দিয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা হয় লাল বল দিয়ে টেস্ট খেলা হয় অপরদিকে গোলাপি বল দিয়ে দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলা হয়। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ক্রিকেটাররা রঙিন জার্সি পরে নামেন তাই স্পষ্টভাবে বল দেখার জন্য সাদা বলে খেলা হয়। তেমন ঐ টেস্ট ক্রিকেটে সাধারণের জার্সি পরে ক্রিকেটাররা মাঠে নামলেও স্পষ্টভাবে বল দেখার জন্য খেলাফে লাল দল। দিবারাত্রীর টেস্টে ক্রিকেটাররা সাদা পোশাক পড়ে নামেন। সেক্ষেত্রে একেই রঙের বা লাল বল ব্যবহার করা সমস্যা হয়। তাই লাল ও সাদা আর মধ্যবর্তী রঙ হিসেবে গোলাপি বল বেছে নেওয়া হয়।