সমন্বয়ক শব্দটি দুইটি অংশে বিভক্ত। এটির সম একসঙ্গে বা এক রূপ এবং অন্ময় সম্পর্ক স্থাপন শব্দের মিলিত রূপ। অর্থাৎ সমন্বয় বলতে বোঝায় এমন একটি প্রতিক্রিয়া যেখানে বিভিন্ন বিষয় বা উপাদানের মধ্যে সঠিক এবং প্রয়োজনীয় সম্পর্ক বা মিল স্থাপন করা হয়। আর সমনয়ক হলো একজন ব্যক্তি যিনি বিভিন্ন কার্যক্রম বা দলের মধ্যে সুষ্ঠু সম্পর্ক সাধন করেন বা তাদের কে একত্রিত করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করেন।