শব্দ দূষণ বলতে মানুষের বা কোন প্রাণীর সতী সীমা অতিক্রম কারী কোন শব্দ যার কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাকে বোঝায়। আমাদের শ্রবণ সীমার স্বাভাবিক মাত্রা ৪৫ ডেশি বেল। এর বেশি হলে তা শব্দ দূষণে পরিণত হয়। শব্দ দূষণ বলতে মূলত শহরকেন্দ্রিক সমস্যা। রাজধানী সহ দেশের প্রায় সব শহরেই এখন নীরব ঘাতক শব্দ দূষণ কবলে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ষাইট দেশি বল শব্দের মানুষের সাময়িক শ্রবণ শক্তি নষ্ট হতে পারে এবং ১০০ ডেশী বল শব্দের চিরতরে শ্রবণশক্তি হারাতে পারে। অথচ রাজধানী ঢাকায় ১০৭ ডিসি বল পর্যন্ত শব্দ সৃষ্টি হচ্ছে।