২০ আগস্ট ১৯৭০ সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে দেশের প্রথম আবাসিক কে বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে এটি নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যা ঢাকার সাভারে অবস্থিত। এ বিশ্ববিদ্যালয় ছয়টি অনুষদের অধীনে ৩৬ টি বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয় মোট হল সংখ্যা ২১ টি।
ভর্তি পরীক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মোট আসন ১৮৮৯টি।
এ ইউনিটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি।
ডিইউনিতে সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ।
কলা ও মানবিক অনুসদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট।
সি ওয়ান ইউনিটের নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ।
ডি ইউনিটে জীববিজ্ঞান অনুষদ।
ই ইউনিটে বিজনেস স্টাডিস অনুষদ।