বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন অনুযায়ী ২০ অক্টোবর ১৯৯২ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশের কলেজগুলোতে রয়েছে তিন বছর মেয়াদী ডিগ্রী কোর্স। রয়েছে চার বছর মেয়াদী অনার্স সমতুল্য বিবিএ, বিএ, বিএসএস প্রোগ্রাম।