বাংলাদেশের পাহাড়ি মাটি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় এলাকায় পাওয়া যায়।
প্রকৃতিকে ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে পাঁচ ভাগে ভাগ করা হয়। পাহাড়ি মাটি, লেটো সিলিক মাটি,পলোলমাটি, জলাভূমি মাটি ও কোষ মাটি ।
পাহাড়ি মাটির রাসায়নিক বৈশিষ্ট্য অম্লতা। বাংলাদেশের কৃষি কাজের জন্য উপযুক্ত মাটি হচ্ছে পলল মাটি। বাংলাদেশের লাল মাটি বরেন্দ্র অঞ্চল মধুপুরের গড় ও ভাওয়ালের গড়ে পাওয়া যায়।