ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ সালের আয়োজকদের যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো। মোট ম্যাচ ৭০ টি কানাডা ও মেক্সিকো দশটি করে আয়োজন করবে এবং যুক্তরাষ্ট্র আয়োজন করবে ৫০ টি। মোট দল খেলবে ৪৮ টি। ইতিহাসে ২০২৬ সালের প্রথম তিনটি দেশ আয়োজন করবে পূর্বে এ আয়োজন করেছে যৌথভাবে দুইটি দেশ। প্রথম স্বাগতিক দেশ হিসেবে আয়োজন দেশ কানাডা।