নয়া দিল্লি ১১ ফেব্রুয়ারি ২০২৩ বছর অনুযায়ী জনসংখ্যার দিক থেকে গত প্রায় পৌনে ১ শতাব্দী ধরে শীর্ষে থাকা চীনকে ছাড়িয়ে ভারত ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে চলেছে। ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। দেশটির মোট আয়তন ৩২৮৭২৬৩ বর্গ কিলোমিটার। ভারতের উত্তর থেকে দক্ষিনে বিস্তার ৩২১৪ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত ২৯৩৩ কিলোমিটার। ভারতের স্থলভাগে পরিসীমা ১৫২০০ কিলোমিটার এবং উপকূলের দৈর্ঘ্য ৭৫১৭ কিলোমিটার।