বাংলাদেশে মারমা উপজাতি বসবাস করে।বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজব্যবস্থা পিতৃতাত্ত্বিক। বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি গারো ও খাসিয়া। খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। মার্মাদের প্রধান পেশা জুম চাষ। জুম চাষ হয় খাগড়াছড়িতে। উপজাতিদের মধ্যে ভ্রাম্যমান আদিবাসী হল বেদে বাবাইদ্যা যারা পূর্বে মন্বন্তং নামে পরিচিত ছিল।