দোগ্রাম অঙ্গারপোতা ছিট মহল ও তিন বিঘা করিডোর
বাংলাদেশের ভূখণ্ডদহ গ্রাম আঙ্গোর পোতার অবস্থান ভারতের কুচবিহার জেলায়। এটি বাংলাদেশের লালমনিহাট জেলার পাটগ্রাম থানার অন্তর্গত। এর আয়তন ৩৫ বর্গমাইল। ১৯৮৫ সালে দহগ্রাম আঙ্গোরপোতা ছিট মহল কে দহগ্রাম ইউনিয়নে উন্নতি করা হয়। দোগ্রাম অঙ্গরপোতা সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডে যোগাযোগের জন্য 178 গুণ ৮৫ মিটার পরিমাপের একটি যা তিন বিঘা করিডোর নামে পরিচিত। এটি তিস্তা নদীর তীরে অবস্থিত। ভারত ১৯৯২ সালে ২৬ জুন বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর খুলে দেয়। ৬ সেপ্টেম্বর দোহগ্রাম অঙ্গরপোতা ছিটমহলে ২৪ ঘন্টা যাতায়াতের জন্য ইজারার মাধ্যমে তিন বিঘা করিডোর বাংলাদেশকে দেওয়া হয়।