ভারতীয় উপমহাদেশের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ছিলেন। ব্রিটিশ ভারতের শেষ বড়লাট ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারত বিভাগের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি।১৯৪৭ সালের ১৮ই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাস হয়। এ আইন অনুসারে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট করাচিতে পাকিস্তানের গণপরিষদের হাতে এবং ১৫ই আগস্ট ভারতীয় গণপরিষদের হাতে লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তর করেন। জন্ম নেয় ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্র। স্যার শিবিল রেডক্লিফ এর নেতৃত্বে গঠিত কমিশন ভারত ও পাকিস্তানের মধ্যে ভৌগোলিক সীমারেখা চিহ্নিত করে। এই কমিশন ব্র্যাডলিফ কমিশন নামে পরিচিত। এবং উক্ত ভৌগোলিক সীমারেখা ক্লা রেডক্লিফ লাইন নামে পরিচিত। যা বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিরূপিত সীমারেখা। ১৯৪৭ সালে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন লর্ড মাউন্টব্যাটেন।