বিসিএস পেশা সামাজিক মর্যাদা হিসেবে বর্তমানে বিশেষ স্থান দখল করে আছে। এক সময় গার্ডিয়ানরা সন্তানদের প্রকৌশলী চিকিৎসক বানাতে স্বপ্ন দেখতেন এখন দেখছেন বিশেষ ক্যাডার। বিয়ের ক্ষেত্রেও সেই একই দশা সরকারি চাকরি থাকলে ধাক্কা দিয়ে গুরুত্ব বাড়ে। এক সময় টেকনিক্যাল সেক্টরে বেসরকারি জবে প্রান্তিক বেতন বিসিএস ক্যাডারের তুলনায় বেশি ছিল। এখন বিসিএস জবের শুরুতেই ৪০ হাজার টাকার বেশি বেতন দিয়ে দেওয়া হয়। মূল বেতনের সাথে অতিরিক্ত হিসেবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেমন চিকিৎসা ভাতা উৎসব ভাতা ভ্রমণ বাড়িভাড়া কাপড় পরিষ্কার করার ভাতা আপ্যায়ন ভাতা যাতায়াত ভাতা টিকিট ভাতা টিফিন ভাতা ঝুঁকি ভাতা রয়েছে।