অ্যামাজন অরণ্যের গুরুত্ব অনেক। অ্যামাজন বিশাল একটি জঙ্গল। একে পৃথিবীর ফুসফুস বলা হয়। অ্যামাজন পৃথিবীর প্রাকৃতিক সপ্তাচার্যের একটি উদাহরণ। এই বোনের নদী বা অ্যামাজন নদী বেশিরভাগ নদীর উৎস। রয়েছে বিপুল পরিমাণে বৃক্ষ ও ঝর্ণা। নানা প্রজাতির পশু পাখি এবং গাছপালা।